Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন বুড় চাচারা: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নির্বাচন সামনে আর এখন তো আমার বড় চাচারা, বুড়া চাচারাও অনেকেই চলে গেছেন অন্যদিকে। আমাদের জায়গা ছেড়ে অন্য । কোন আশায় কী আশায় গেছেন জানি না। 

বৃহস্পতিবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত ৮৮ পুলিশ কর্মকর্তা নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি সমর্থন জানাতে গণভবনে গেলে তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে পুলিশকে মানসিকভাবে দুর্বল করে দেয়ার জন্য এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার চক্রান্ত হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটা ক্রিমিনাল আছে, সে লন্ডনে বসে পয়সা দিয়ে পুলিশকে হত্যার পরিকল্পনা করছে। পুলিশকে ডিমোরালাইজড করার জন্য তারা এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’

ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন সামনে আর এখন তো আমার বড় চাচারা, বুড়া চাচারাও অনেকেই চলে গেছেন অন্যদিকে। আমাদের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। কোন আশায় কী আশায় গেছেন জানি না।’

শেখ হাসিনা বলেন, ‘উনি একসময় তো ছিলেন, আর এখন তো একেবারে নৌকা থেকে নেমে ধানের গোছা নিয়ে নেমে পড়েছেন। সেখানে গেছেন কোন আশায় জানি না? কোন মরীচিকার পেছনে ছুটলেন? তাও বলতে পারব না।’

তিনি বলেন, ‘দুঃখ হয় যে-এরা আজ ওই যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধী, যাদের বিচার করলাম, তাদের সঙ্গে হাত মিলিয়েছে-এটিই হচ্ছে সব থেকে লজ্জার এবং সব থেকে ঘৃণার। তাদের সঙ্গে আজ হাত মিলিয়ে আমাদের সরকার উৎখাত করবে, সরকারও নাকি গঠনই করে ফেলবে।’

Bootstrap Image Preview