Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নিলেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। ছোটো ফরম্যাটে এটিই এখন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। 

তৃতীয় বাংলাদেশী হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব। আগে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছিলো ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি ও মোস্তাফিজুর রহমান একবার করে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ইলিয়াস সানি ১৩ রান খরচায় নেন ৫ উইকেট। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজ ৫ উইকেট নিয়েছিলেন ২২ রান খরচায়

বৃহস্পতিবার প্রথম ওভারে ছক্কাসহ ১০ রানে নেন ১টি উইকেট। ইনিংসে এগারোতম ওভারে এবার সাকিব ফেরান দুই ব্যাটসম্যানকে। সাকিবের ঘূর্ণিজালে আটকা পড়েন বিপদজনক ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও ড্যারেন ব্রাভো। এ ওভারে সাকিব খরচা করেন মাত্র ৪ রান।

১৩তম ওভারে সাকিব যখন নিজের তৃতীয় ওভারে মুশফিকুর রহীম স্টাম্পিং করে ব্র্যাথওয়েটের বিদায় ঘণ্টা বাজান, চতুর্থ উইকেট পেয়ে যান সাকিব। এই ওভারে একটি ওয়াইডসহ খরচ হয়ে যায় ৬টি রান।

প্রথম বলেই দারুণ এক আর্মারে ফিরিয়ে দেন ফ্যাবিয়েন অ্যালেনকে। শেষের পাঁচ বলে আর মাত্র একটি উইকেট দরকার ছিলো বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ড করতে।

টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ৮৫ উইকেট শিকার করেছেন সাকিব।
 

Bootstrap Image Preview