গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং কাজী জাফরের জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় এ আসনের নির্বাচন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
৩০ ডিসেম্বর (রবিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুন:তফসিল ঘোষণা করে এ নির্বাচনের তারিখ পুন:নির্ধারণ করা হবে।
নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ (১) বলা আছে- কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে, রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দেবে। ওই আসনে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, আইনে যেটা বলা আছে যে, ওই আসনে নির্বাচন স্থগিত করা হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিসিয়ালি জানাবেন। পরে নির্বাচন কমিশনাররা সিদ্ধান্ত দেবেন।
স্বাভাবিকভাবে আইনে যেটা আছে ওই আসনের নির্বাচন স্থগিত করা হবে। পরবর্তীতে পুন:তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।