কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলার কথা ছিল স্টিভেন স্মিথের। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে স্মিথকে না করে দিয়েছে বিসিবি। ফলে কুমিল্লার জার্সি গায়ে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
প্লেয়ার ড্রাফটের বাইরে স্মিথের সঙ্গে চুক্তি করেছিল কুমিল্লা।এই বিষয়টি নিয়েই আপত্তি তোলে বিপিএলের বাকি ফ্রাঞ্চাইজিগুলো। তাদের দাবি প্লেয়ারস ড্রাফটের তালিকার বাইরে কাউকে দলে নেয়ার নিয়ম নেই।
এনিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে জরুরি বৈঠকেও বসেছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু কোন সমাধান আসেনি।স্মিথের ব্যাপারে দলগুলোকে কোনমতেই রাজি করানো যায়নি।
ফলে নিয়মের বেড়াজালে অবশেষে বিসিবিও স্মিথকে না করে দিয়েছে। ফলে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে দেখা যাবে না বিপিএলের মাঠে।