নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করেছে মালিক পক্ষ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোর ৪টায় ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অবস্থিত জেমা ফ্যাশনে এ ঘটনা ঘটে।
জেমা ফ্যাশনের মালিক সুমন মাহমুদ জানান, ভোর রাত ৪টায় খবর পেয়ে কারখানায় গিয়ে দেখি আগুন জ্বলছে। এরপর নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের পর দ্বিতীয় তলার ফ্লোরে গিয়ে দেখি সব পুড়ে ছাঁই হয়ে গেছে। সেখানে তৈরি পোশাক, ফেব্রিক্সসহ মেশিন ছিল অনেক। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবি।
নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ৪টি ইউনিট নিয়ে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
তিনি আরো জানান, পোশাক তৈরির কারখানাটি দ্বিতীয় তলায়, নিচ তলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। পরবর্তীতে তা জানানো হবে।