আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান হয়েছে।
ব্রটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস গতকাল এ সতর্কতা জারি করে।
সতর্কতায় বলা হয়, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ফলে এ সময় নির্বাচনী প্রচারের সভা-সমাবেশ ও র্যালিতে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। তাই এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ র্যালিসহ বড় জনসমাগম এড়িয়ে চলতে উপদেশ দেওয়া হলো।
এ ছাড়া সতর্কতায় বিশেষ প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের অবস্থানের কারণে সেখানে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করতেও বলা হয়েছে।