Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উঁচু দালানের আড়ালে মক্কা ঢাকা পড়ে যাওয়ায় মুসলিমদের উদ্বেগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মক্কার স্থানীয় অধিবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা মক্কায় ক্রমাগতভাবে উঁচু উঁচু দালান নির্মাণের  কারণে শহরটির ঐতিহ্য হারানোর ব্যপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা এ ধরনের অনুশীলন সীমিত করার মত প্রকাশ করেছে।

মক্কার অধিবাসীরা বলছেন, ইসলামের পবিত্রতম নিদর্শন মসজিদুল হারাম এখন এ সকল উঁচু উঁচু দালানের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। বিশেষ করে তারা মক্কার বিশালাকার ক্লক টাওয়ারকে সমালোচনার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নির্দেশ করে, যা মসজিদুল হারাম ও কাবাকে আড়াল করে দিয়েছে। 

৫০ বছর বয়সী অস্ট্রেলিয়া প্রবাসী ওয়াফা সাবেত বলেন, “তারা যা তৈরি করেছে, এধরনের ভবন অস্ট্রেলিয়াতে দেখা যায়। এটি আরব বা মক্কার কোন অনুভূতি দেয় না।” 

তিনি আরও বলেন, “এই ভবনটি কাবার মর্যাদা, পবিত্রতা এবং সংস্কৃতিকে সম্মান করছে না... একটি পুরো পাহাড়কে এটি ধ্বংস করেছে।”

Bootstrap Image Preview