Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘অ্যাকুয়াম্যান’ বাংলাদেশে আসছে ২১ ডিসেম্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে ‘অ্যাকুয়াম্যান’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি। এই ছবির মাধ্যমে বছর শেষে হলিউডের দর্শকদের চমক জাগানিয়া উপহার দিতে যাচ্ছে ডিসি কমিকস।

নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। বলা হচ্ছে, জেমস ওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘অ্যাকুয়াম্যান’র মাধ্যমে নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস।

অন্য একটি কারণেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘অ্যাকুয়াম্যান’, তাহলো এ ছবিতেই অভিনয় করছেন গেম অব থ্রোনসখ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। তার সঙ্গে দেখা যাবে নিকোল কিডম্যানকে।

সবমিলিয়ে ‘অ্যাকুয়াম্যান’ নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা একদমই ফিকে হয়ে যায়নি। গত ২৬ নভেম্বর লন্ডনে ছবিটির প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে।

Bootstrap Image Preview