মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে দেওয়া পুরস্কার ফিরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংগঠন মে ১৮ মেমোরিয়াল ফাউন্ডেশন। গত মঙ্গলবার এক বিবৃতিতে মে ১৮ মেমোরিয়াল ফাউন্ডেশন এ কথা জানায়।
মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর রোহিঙ্গা গণহত্যা, নির্যাতনের বিপরীতে নিশ্চুপ ও বিতর্কিত ভূমিকা পালনের জন্য তার এই পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মিয়ানমারে সামরিক জান্তা সরকারের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে সু চিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। তবে সে সময় তিনি গৃহবন্দি থাকায় এই পুরস্কার গ্রহণ করতে পারেননি।
মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে সু চির উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী। তাই এটি প্রত্যাহার করে নেওয়া হবে।’ এর আগে একই কারণে কানাডা সু চিকে দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করে নেয়।
এ ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিলসহ আরও অনেক সংস্থা ও সংগঠন এরই মধ্যে সু চিকে দেওয়া তাদের পুরস্কার ও সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে।