Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা সৌদি আরবের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সামাজিক খাতে ব্যয় বাড়িয়ে ২৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের এই বাজেট ঘোষণা করেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার ২০১৯ সালের বাজেট ঘোষণা করেন বাদশা। তেলের দাম কমতে থাকার কারণে এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার।

মঙ্গলবার বাজেটের নথিতে স্বাক্ষর করেন সৌদি বাদশাহ। এ সময় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বাদশাহ সালমান বলেন, ‘আমরা অর্থনেতিক সংস্কার, আর্থিক শৃঙ্খলা অর্জন, স্বচ্ছতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন ২০৩০-এ জানিয়েছিলেন, নাগরিকদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি করতে চায় রিয়াদ।

তিনি আরও জানান, তেল বহির্ভূত খাত থেকে আয়ের পরিমাণ ২০১৪ সালের ৩৪০০ কোটি মার্কিন ডলার থেকে এ বছরে ৭৭০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।  ধারণা করা হচ্ছে, এই আয়ের পরিমাণ  ৮৩৫০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। যা মোট রাজস্ব আয়ের এক তৃতীয়াংশ।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারি ঋণের পরিমাণ বর্তমানে জিডিপির ১৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২১ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে

Bootstrap Image Preview