Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাচ্চাদের সাথে মজা করতে গিয়ে বিপাকে ঊর্বশী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ঊর্বশী রাউতেলা সম্প্রতি কিডস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে যাবার পর ছোট ছোট বাচ্চা তাকে দেখার পর তার হাত ধরার জন্য চেষ্টা করেন। আর ঠিক সেই সময় বাচ্চাদের ঠেলাঠেলির কারণে সামনে রাখা হোর্ডিং উল্টে পড়ে যান ঊর্বশী। এমন একটি ঘটনা হবার পরেও  সামান্যতম কোন বিরক্তি তিনি প্রকাশ করেন নি। বরং নিজ ইনস্টাগ্রামে তিনি এই ভিডিওটি শেয়ার করেন।

আসলে ঊর্বশী অন্যান্য সব অভিনেত্রীদের থেকে অন্যাতম। যদিও তার অভিনীত কোন সিনেমা খুব বেশী হিট করেনি। এই অভিনেত্রী 'সিং সাব দ্যা গ্রেট'ছবির মধ্য দিয়ে বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি হেট স্টোরি ৪ ছবিতে অভিনয় করেন এবং বাংলা ছবি পরবাসিনীর একটি গানেও বিশেষভাবে তার উপস্থিতি দেখা যায়।

ঊর্বশী রাউতেলা মূলত তার ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। তিনি মিস ইউনিভার্স ভারত ২০১২, ও ২০১৫ সালে বিজয়ী ছিলেন। এরপর মিস টিন ইন্ডিয়া (২০০৯), মিস এশিয়া সুপার মডেল (২০১১), ইন্ডিয়ান প্রিন্সেস (২০১১) এবং ২০১১ সালে মিস ট্যুরিজম কুইন অফ দা ইয়ার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রতিযোগিতাতেও এই অভিনেত্রী বিজয়ী হয়েছিলেন।

 

Bootstrap Image Preview