Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিয়ামের বিয়েতে পূজার বিশেষ উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


দীর্ঘ নয় বছরের প্রেমের পাঠ চুকিয়ে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বর্তমান সময়ের তারকা অভিনেতা সিয়াম আহমেদ। গত রবিবার (১৬ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সিয়ামের অভিনীত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবির অভিনেত্রী পূজা চেরি। পূজা অনেক আগে ত্থেকেই চিনতেন অবন্তীকে। এমনকি মাঝে মাঝে তারা মোবাইলে কথাও বলতেন। যার জন্য দুজনেই ছিল তার খুব কাছের মানুষ। তাই কাছের এই মানুষ দুটির বিয়েতে স্পেশাল কিছু উপহার দিলেন তিনি। আর সেটি দেওয়াটাই স্বাভাবিক।

কিন্তু কি ছিল সেই উপহার? এ প্রসঙ্গে পূজা বলেন, ‘অবন্তী চকোলেট খেতে খুব ভালোবাসে। তাই তার জন্য স্পেশাল কয়েক ধরনের চকোলেট কিনেছি। আর সিয়াম ফুল অনেক বেশী পছন্দ করে। এজন্য ফুল দিয়ে একটি বিয়ের ডালি সাজিয়েছি। আর সবচেয়ে স্পেশাল উপহারটি হল কার্ড। যেটা আমি কয়েকটা দিন ধরে নিজের হাতে আর্ট করেছি এবং তাতে অবন্তি-সিয়ামের ছবিসহ কিছু শুভেচ্ছাবার্তা লিখেছি। এমনকি মজা করে কিছু ছড়াও লিখেছি তাদের জন্য।’

কার্ডটি দেখতে চাইলে তিনি বলেন, ‘স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কার্ডটি আমি সবার সামনে দেখাতে চাই না। আর কিছু কিছু জিনিস লুকানো থাকাই আমি ভালো বলে মনে করি।’

Bootstrap Image Preview