Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা অবস্থান নিতে শুরু করেছেন।

এ ব্যাপারে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদ মতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন।

এদিকে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিচ্ছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে।

Bootstrap Image Preview