Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা অঙ্গীকারবদ্ধ: সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সবাই সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছেন। এতে বুঝা যাচ্ছে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ ভিত্তিহীন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, ভোটের দিন তিন পার্বত্য জেলার প্রত্যেকটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

মতবিনিময় সভায় কে এম নুরুল হুদা বলেন, তিন পার্বত্য জেলার মানুষ ভিন্ন, তারা শান্তিপূর্ণ মনোভাবের। সমতলের ন্যায় পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ , চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মোট ১১ লাখ ভোটার রয়েছে। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।

Bootstrap Image Preview