মুসলিম ও ফিলিস্তিনি বিরোধী পোস্ট করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার জন্য ব্লক করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।
জানা গেছে, গত বৃহস্পতিবার এক ফিলিস্তিনের হাতে দুই ইসরায়েলি সেনা নিহতের প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন ইয়াইর নেতানিয়াহু। পোস্টটি মুছে ফেলেছে ফেসবুক। 'সব মুসলিম ইসরায়েল থেকে চলে যাও' তার এ ধরনের একটি পোস্টও মুছে ফেলা হয়েছে।
এক টুইট বার্তায় ফেসবুক কর্তৃক ২৪ ঘণ্টা ব্লক করার বিষয়টিকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন ইয়াইর। ফেসবুককে ‘চিন্তা-ভাবনার পুলিশ’ বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ফেসবুকের মুখপাত্র বলেছেন, ইয়াইরের পোস্টগুলো ঘৃণ্য বক্তব্যের মধ্যে পড়ে। এতে ফেসবুকের মান লঙ্ঘিত হয়েছে।