Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১৯টি আরব দেশের ৫’শ বর কনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview


বিবাহিত জীবনের ফ্রেমে বন্দী হলেন ১৯টি আরব দেশের আড়াই’শ যুগল। ৫’শ বর কনেকে শারজায় সমবেত হতে সহায়তা করেন আরব ফ্যামিলি অর্গানাইজেশন নামে একটি সংগঠন। শারজাহ’তে এ গণবিয়ের আয়োজন ছিল দেখার মত। গালফ নিউজ

তবে এ যুগলদের অধিকাংশ জন্মগ্রহণ করেছেন আমিরাতে। এদের অনেকেই দেশের বাইরে লেখাপড়া শেষ করেছেন। যাদের পরিবার রয়েছে আমিরাতে কিন্তু তাদের সন্তানরা থাকেন বিদেশে এমনও রয়েছে।

আরব ফ্যামিলি অর্গানাইজেশনের চেয়ারম্যান জামাল বিন ওবায়েদ বলেন, এদের প্রত্যেকের শিকড় যে আমিরাত তার এক যোগসূত্র হিসেবেই এ গণবিয়ের আয়োজন। তাদের অনেকের বাবা মা চিকিৎসক কিংবা প্রকৌশলী।

এবছর আমিরাতের শাসক শেখ জায়েদের স্মরণে ‘দি ইয়ার অব জায়েদ’ উদযাপনের অংশ হিসেবেও এধরনের গণবিয়ের আয়োজন করা হয়।

 

Bootstrap Image Preview