Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামাইকে নতুন করে ক্ষমতা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিফ অব স্টাফ পদে মেয়ের জামাই ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারেদ কুশনারকে বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

চলতি মাসের শেষের দিকে কর্মরত চিফ অব স্টাফ জন কেলি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। তার পদের প্রার্থী হিসেবে তালিকায় কুশনারের নামও রয়েছে। ইতিমধ্যেই হোয়াইট হাউসের প্রভাবশালী কুশনার পদটি নিয়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হাফিংটন পোস্টের এ প্রতিবেদনের ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘তিনি (কুশনার) এ পদের জন্য বিবেচনাযোগ্য তালিকায় আছেন কি না আমার জানা নেই। তবে আমি মনে করি, তিনি যেকোনো পদের জন্য যোগ্য। প্রেসিডেন্ট চাইলে তাকে ওই পদে বসাতেও পারেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশাসনের এই পদে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বর্তমান চিফ অব স্টাফ নিক আয়ার্সকে বসাতে চেয়েছিলেন ট্রাম্প। প্রস্তুতি সেভাবেই এগোচ্ছিল। তবে গত সপ্তাহে আয়ার্স আচমকাই এই পদে যেতে ভিন্ন মত দেখান। তিনি জর্জিয়ায় নিজ শহরে ফিরে যেতে চান, সেখানে পরিবারকে সময় দিতে চান।

Bootstrap Image Preview