Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে আবার বৃষ্টি হবে না তো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০২ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০২ AM

bdmorning Image Preview


তিন বার সময়সূচি পরিবর্তন করে আজ  শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও উইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু প্রতীক্ষিত এই ম্যাচের উপর চোখ পড়েছে এবার প্রকৃতির। গতকাল থেকেই আকশা বেশ মেঘলা। মাঝে মধ্যে সূর্যের আলো দেখা গেলেও সেটি দীর্ঘ সময় ছিলো না। তাই সবার কপালে এখন একটু চিন্তার ভাগ দেখা যাচ্ছে। খেলার সময় আবার বৃষ্টি হবে না তো?

তবে আবাহওয়া বলছে অন্য কথা । সিলেটের আকাশে আজ সার দিন ঘন মেঘ থাকবে কিন্তু বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই । তবে আজ বৃষ্টি না হলেও আগামীকাল বৃষ্টি থাকবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, আজ খেলা শুরু হবে বেলা সাড়ে বারো টায় । ক্যারিবিয়ানদের বিপক্ষে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা। এখন টি-টোয়েন্টি সিরিজ জিততে পারলেই দেশের মাটিতে প্রথম বারের মত কোন দেশের বিপক্ষে তিন ফর্মেটেই সিরিজ জয় হবে।

Bootstrap Image Preview