Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠিক করা হলো সিলেটের সেই ফ্লাডলাইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:২১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:২১ PM

bdmorning Image Preview


সফরকারী উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সময়সূচি তিনবার পরিবর্তন করা হয়েছে। প্রথমে শিশিরের সমস্যা থাকলেও পরে ফ্লাডলাইটের আলোর সমস্যার কারণে দুপুর সাড়ে বারো টায় হবে হবে ম্যাচটি।

মূলত ফ্লাডলাইটের ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দলের শেষ ওয়ানডে চলাকালীন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের চার ফ্লাডলাইটের একটিতে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এরপর আজ সেটি ঠিক করা হয়েছে কিন্তু তার পরেও খেলা করাতে সাহস পাচ্ছে না মাঠ কর্তৃপক্ষ । যদি খেলার মাঝে আবার এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে সুন্দর এই আয়োজন মুহুর্তে অসুন্দর হয়ে যাবে।

আজ সকাল থেকেই সেই ফ্লাডলাইট ঠিক করার কাজ চলছিলো। বিকালের দিকে কাজ শেষ হলে সন্ধ্যা নামার সাথে সাথে আলো জালানো হয়। কিন্তু আলো জালালেও নাভ নেই। কারণ ম্যাচতো হবে  দিনের বেলায়। 

Bootstrap Image Preview