Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে আগুনে গৃহকর্তা দগ্ধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় পরিত্যক্ত ছাইয়ের কুন্ডলি থেকে এক বাড়িতে অগ্নিকাণ্ডে গৃহকর্তা সোলায়মান আলী (৫৫) দগ্ধ হয়েছে। এ সময় তার গৃহপালিত ২টি গরু পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  

আজ রবিবার ভোর ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামনারায়নপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাম নারায়নপুর গ্রামের সোলায়মান আলীর বাড়িরে পাশে শনিবার দিবাগত রাতে রান্না ঘরে চুলার ছাই ফেলে রাখা হয়। ওই রাতে পরিবারের লোকজন বাড়িতে ঘুমিয়ে ছিল। রবিবার ভোরের দিকে পরিত্যক্ত সেই ছাই থেকে বাড়ির গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গৃহকর্তার টিনের তৈরী ৬টি ঘর, আসবাবপত্র ও খাদ্যসষ্য পুড়ে গেছে। এসময় গৃহকর্তার গোয়াল ঘরের ২টি গরু পুড়ে মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ড থেকে রক্ষার চেষ্টাকালে গৃহকর্তা সোলায়মান আলী দগ্ধ হয়েছে। তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিত্যক্ত ছাই থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাড়ি পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।

Bootstrap Image Preview