Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার অঙ্গিকার তুরস্ক ও ইরানের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


ইরান ও তুরস্কের কৌশলগত সহযোগিতা বিষয়ক যৌথ উচ্চ পরিষদের পঞ্চম বৈঠক শিগগিরই আঙ্কারায় অনুষ্ঠিত হবে। ইরান প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ তুরস্কের সঙ্গে সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে চায়। এই জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর-প্রধান মাহমুদ ওয়ায়েজি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে এ সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন ওয়ায়েজি।

তিনি বলেন, দু’দেশের মধ্যে এর আগে অনুষ্ঠিত সমঝোতা অনুযায়ী অচিরেই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তুরস্ক সফর করবেন।

সাক্ষাতে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন সমঝোতা ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

Bootstrap Image Preview