Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরাকে বিমান হামলার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল বাগদাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫০ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫০ AM

bdmorning Image Preview


তুরস্কের সেনাবাহিনী বৃহস্পতিবার রাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর সর্বশেষ বিমান হামলার প্রতিবাদ জানাতে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইরাকের আকাশসীমা বারবার লঙ্ঘনের জন্য তুরস্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তুর্কি বিমান হামলায় ‘জীবন ও সম্পদের’ ক্ষতি হয়েছে।

তুর্কি রাষ্ট্রদূতকে বাগদাদ জানায়, যে বিমান হামলা চালিয়েছে তা ‘কোনোভাবেই’ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া, এই হামলা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন ও সেদেশের জনগণের নিরাপত্তা বিপন্ন করেছে।

তুরস্কের সেনাবাহিনী গতকাল (শুক্রবার) ঘোষণা করে, ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত জাপ, হাকুর্ক ও হাফতানিন এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের বিমান হামলায় নিষিদ্ধ ঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র আট বিদ্রোহী নিহত হয়েছে।

Bootstrap Image Preview