Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইল-ফিলিস্তিন গোলাগুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক বন্দুকধারীর গুলিতে দুই ইসরাইলি নিহত হন।

বৃহস্পতিবার ইহুদি বসতি ওফরাতে এ গুলির ঘটনায় আরও দুজন আহত হন।

বুধবার রাতভর পশ্চিম তীরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এ গুলির ঘটনা ঘটে। ওই অভিযানে ৪০ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার আরও এক ফিলিস্তিনিকে হত্যা করে তারা।

ইসরাইলের সেনাবাহিনী টুইটারে জানায়, এক ফিলিস্তিনি আমাদের বাসে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সেবার প্রধান এলি বিন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারেৎজ পত্রিকা জানায়, এক ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি করে পালিয়ে গেছে।

Bootstrap Image Preview