Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের ঘোষণা হিজবুল্লার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


ইসরাইলের বিরুদ্ধে ইসলামি প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বৃহস্পতিবার কয়েকটি এলাকায় একযোগে অভিযান চালিয়েছে। তাদের এ অভিযান প্রমাণ করে দখলদারদের বিরুদ্ধে বিরতিহীনভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি তাদের রয়েছে।ফিলিস্তিনিদের অভিযানের প্রতি সমর্থন ঘোষণা করেছে লেবাননের হিজবুল্লাহ।

পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিদের অভিযানে অন্তত দুই ইসরাইলি সেনার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, দখলদারদের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। 

শহীদদের রক্ত দখলদারকে কখনোই বিজয়ী হতে দেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) পশ্চিম তীরের পূর্ব রামাল্লায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযানে অন্তত দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এর আগে বুধবার রাতে জেরুজালেমে আরেক অভিযানে দুই ইহুদিবাদী আহত হয়।

Bootstrap Image Preview