Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘জিরো’র নতুন গানে বাজিমাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


আসন্ন সিনেমা ‘জিরো’র আরও একটি গান মুক্তি পেয়েছে। ‘হুসন পরচম’ শিরোনামের গানটিতে ক্যাটারিনাকে আরও হট ও স্টাইলিস দেখাচ্ছে। এখানে এক অনন্য রূপে তুলে ধরা হয়েছে তাকে।

গানটি ছবির একটি ডান্স নাম্বার। কিন্তু এর আগেও একাধিকবার ড্যান্স নম্বারে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। বিশেষ করে ‘তিস মার খান’ ছবির ‘শিলা কি জওয়ানি’-তে আসমুদ্র হিমাচলে হিল্লোল তুলেছিলেন ক্যাট সুন্দরী। তবে এই গানে তাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য এক রূপে ।

ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এখানে শাহরুখ ‘বউয়া’ নামে এক যুবকের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া ছবিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা এবং পপ স্টার ববিতা কুমারীর ভূমিকায় অভিনয় করেছেন ক্যাট। সিনেমাটি চলতি মাসের ২১ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে।

 

Bootstrap Image Preview