Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে আবারও কানাডিয়ান নাগরিক আটক!

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


চীনা কর্তৃপক্ষ আরো একজন কানাডিয়ান নাগরিককে আটক করেছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। এদিকে, বেইজিংয়ের কাছে বন্দিদের সন্ধান চেয়ে আবেদন করেছে কানাডা।

গত সোমবার মাইকেল কভরিগ নামের এক কানাডিয়ান নাগরিককে আটক করে বেইজিং। তিনি একজন সাবেক কূটনীতিক।

কভরিগের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কানাডার সরকার। তার সঙ্গে কানাডিয়ান কনস্যুলারের দেখা করার অনুমতি চেয়েছি দেশটি।

এদিকে, কানাডার অভিযোগ, চীনে আরেকজন কানাডিয়ান নাগরিক আটক হয়েছেন। তার নাম মাইকেল স্পাভোর। তিনি চীনে পায়েকতু কালচারাল এক্সচেঞ্জের হয়ে কাজ করতেন।

Bootstrap Image Preview