Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুর্দিদের ওপর তুরস্কের হামলা মেনে নেব না: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


তুরস্ক কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর তার প্রতিবাদ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগন হুশিয়ার করে দিয়ে বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে কোন একতরফা সামরিক অভিযান ‘গ্রহণযোগ্য হবে না।’ তুরস্ক মার্কিন সমর্থিত কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করবে আঙ্কারা এমন ঘোষণা দেয়ার পর এ হুঁশিয়ারি দেয়া হলো।

বুধবার এর প্রতিবাদ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

সম্প্রতি অভিযানের ঘোষণা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর বিরুদ্ধে তুরস্ক ‘কয়েকদিনের মধ্যেই’ অভিযান শুরু করতে যাচ্ছে।

কুর্দিদের সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে মনে করে।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সিয়ান রবার্টসন এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যে কোন পক্ষের একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।

পেন্টাগনের বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা এ ধরনের পদক্ষেপ মেনে নেবো না।’

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জোটের আওতায় ওয়াইপিজির সাথে মার্কিন বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে। জোটটি চরম উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Bootstrap Image Preview