Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাভীর পেট থেকে জন্ম নিল ‘কংগ্রেস’ ও ‘বিজেপি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মধ্যপ্রদেশের ভোপালের এক চাঞ্চল্যকর ঘটনা অবাক করে দিয়েছে সকলকে। সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, তিন রাজ্যে জয় পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। অপরদিকে ক্ষমতাসীন পার্টি বিজেপির খাতায় শূন্য। নির্বাচনের এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তে সেখানে রাতারাতি জন্ম নিয়েছে কংগ্রেস ও বিজেপি। তথ্যটি অবাক করার মতো হলেও এটাই সত্যি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভোপালে সদ্য জন্ম নেয়া দুটি বাছুরের নাম রাখা হয়েছে বিজেপি ও কংগ্রেসের নামে।

এই প্রসঙ্গে গরুর মালিকের ভাষ্য হলো, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেস দুপক্ষই প্রচারে ঝড় তুলেছে এখানে। গ্রামের যুবকেরা দুদলের হয়েই প্রচার করছে। এর পরই তিনি সিদ্ধান্ত নেন, বাছুরের নাম বিজেপি ও কংগ্রেসের নামে রাখবেন। এই নামকরণের মধ্য দিয়ে একটি বার্তা যাবে বলে মনে করছেন তিনি।

ইতোমধ্যে খবরটি ছড়িয়ে পড়তেই গোটা ভোপাল জুড়ে ব্যাপক শোরগোল হচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছেন।

Bootstrap Image Preview