Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে গোলাগুলি, রাজ্য পুলিশপ্রধান নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের উত্তর-পূর্ব এলাকার রিজে পুলিশ বিভাগে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই বিভাগের পুলিশপ্রধান নিহত ও অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুলি চালানোর সময় ঘটনাস্থলেই এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ডেইলি সাবাহ।গুলিবিদ্ধ হওয়ার পরপরই পুলিশপ্রধান আলটুগ ভারদি'কে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রিজে প্রদেশের গভর্নর কেমেল সেবার বলেন, পুলিশ কার্যালয়ের মধ্যে এক পুলিশ কর্মকর্তা গুলি চালায়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়েলু বলেন, ঘটনার পরপরই প্রদেশের ডেপুটি সেক্রেটারি পুলিশপ্রধান সেখানে গিয়েছেন। তারা বিস্তারিত জানাবেন।

Bootstrap Image Preview