প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে মারার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, মৃত্যুকে ভয় করিনি। কখনো ষড়যন্ত্রকে ভয় করিনি। আমার নিজের আত্মবিশ্বাস ছিল। আমার বাবার মতো বাংলার মানুষের জন্য কাজ করছি।
আজ বুধবার কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাকে মারার জন্য কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল। যে বোমা পুঁতেছিল সেও কোটালীপাড়ার সন্তান। কিন্তু যে বোমা খুঁজে পেয়েছিল সেও একজন চায়ের দোকানদার। আমি ওই সময় প্রাণে বেঁচে গিয়েছি। সে চা দোকানদার বোমা উদ্ধার করেছিল আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমার লক্ষ্য ছিল বাংলার মানুষের জন্য স্বাধীনতার সুফল নিশ্চিত করা। এ কারণে যতই ষড়যন্ত্র হোক আমি ভয় পাই না।
এর আগে দুপুর ৩টা ৫০ মিনিটে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন শেখ হাসিনা।
নির্বাচনী জনসভা শুরু হওয়ার আগে সমবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকেই দূর-দূরান্ত এলাকার মানুষ সমাবেশ স্থলে আসতে থাকেন। অনেকে ঢাকঢোল-বাদ্যযন্ত্র বাজিয়ে দীর্ঘপথ হেঁটে সমাবেশ স্থলে পৌঁছান। সমাবেশে আগতদের নৌকা-নৌকা স্লোগানে চারদিক প্রকম্পিত।
প্রধানমন্ত্রীর এই জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কোটালীপাড়া উপজেলা সদরসহ এর আশপাশের এলাকা।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সভাস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।