Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় দুই বাংলাদেশি, নেই তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:৩৪ PM

bdmorning Image Preview


চলতি মাসের ১৮ তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টের দ্বাদশ আসরের নিলাম বসছে ভারতের জয়পুরে। এই নিলামের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের ১০০৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। সেই প্রাথমিক তালিকায় ছিলেন বাংলাদেশের ৯ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পেলেন মাত্র দুই ক্রিকেটার।

চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পাওয়া সেই দুই ক্রিকেটার হচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।মুশফিককে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আর মাহমুদউল্লাহকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই দুই ক্রিকেটারেই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লক্ষ্য রুপি। 

চূড়ান্ত নিলামে জায়গা পাওয়া অন্যান্য ক্রিকেটারদের ভিত্তিমূল্যও প্রকাশ করা করা হয়েছে। যেখানে সর্বাচ্চ ২ কোটি ভারতীয় রূপিতে নিবন্ধিত হয়েছেন ৯ ক্রিকেটার। তারা হলেন লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কলিন ইনগ্রাম, ব্রেন্ডন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন,  ক্রিস ওকস, স্যাম কুরান, শন মার্শ ও ডি’আর্কি শর্ট।

এদিক ভারতীয় কোনো ক্রিকেটারই ২ সর্বোচ্চ ভিত্তিমূল্য আইপিএল নিমালে তাদের নাম নিবন্ধন করেননি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পেছেন জয়দেব উনাদকাট। তার ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপি। এছাড়া যুবরাজ সিং, মোহাম্মদ শামি, ঋদ্ধিমান সাহা ও অক্ষর প্যাটেলের ভিত্তিমূল্য ১ কোটি রুপি করে।

এদিকে আইপিএলে দ্বাদশ আসরের জন্য সাকিব আল হাসান ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মুস্তাফিজকে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপএল নিলামের জন্য বিসিরি কাছে সে অনুমতি চাইলেও বার বার ইনজুরিতে পড়ার কারণে তাকে ছাড়েনি বোর্ড।

আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন নাইম হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার ও লিটন দাস। 

Bootstrap Image Preview