একদল কর্মকর্তার ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ তথ্য জানিয়েছে।
পশ্চিমতীরের আলাদা একটি ঘটনায় দ্বিতীয় আরেক ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়।
ইসরাইলি মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন, একটি নিরাপত্তা বাহনের দিকে এক সন্দেহভাজন ফিলিস্তিনি তার গাড়ি চালিয়ে যান। এর পর সীমান্ত পুলিশের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকেন। তখন তারা গুলি করে তাকে হত্যা করেন।
শনিবার চলন্ত গাড়ি থেকে গুলি করে ছয় ইসরাইলিকে আহত করেন এক সন্দেহভাজন ফিলিস্তিনি। তার খোঁজে ফিলিস্তিনের বিভিন্ন গ্রাম ও শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনিরা পাথর নিক্ষেপ করলে ইসরাইলি বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তার জবাব দিচ্ছে।
২০১৪ সালের পর ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত রয়েছে। পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ফিলিস্তিনিরা।