গাজীপুর সিটি করপোরেশনের কোনোবাড়িতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি পোশাক কারখানা ভাংচুর ও বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকরা জানায়, কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ওই এলাকার কয়েকটি পোশাক কারখানা ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও কাদানি গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা বলেন, কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। কিন্তু দুপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কয়েক রাউন্ড টিয়ারশেল ও কাদানি গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।