Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোস্টার সেঁটে প্রেসিডেন্ট আব্বাসের মৃত্যু কামনা ইহুদিদের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


পোস্টার সাঁটিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মৃত্যু কামনা করেছেন একটি উগ্রপন্থী ইহুদি গোষ্ঠী। প্রেসিডেন্ট আব্বাসকে সন্ত্রাসীদের সমর্থক আখ্যা দিয়ে তার মৃত্যু কামনা করা হয়েছে।

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের (পিএলও) মহাসচিব সায়েব এরাকাত এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট যে শান্তির পথ ধরে এগোচ্ছেন, সেটিকে উন্মুক্তভাবে ধ্বংস করে দেয়ার ঘোষণা হচ্ছে এ পোস্টার।

তিনি বলেন, এটি হচ্ছে-সহিংসতা ও সংঘর্ষ ডেকে আনার আহ্বান। দখলদার সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ জন্য দায়ী থাকবে।

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইল অবৈধ বসতি নির্মাণ বন্ধ করতে অস্বীকার করায় ২০১৪ সালে মার্কিন সমর্থিত শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়।

Bootstrap Image Preview