তেহরানের প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকবে বলে।
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র অবস্থান প্রসঙ্গে কমান্ডার হাজিযাদেহ বলেন, পম্পেও যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এটার মাধ্যমে প্রমাণিত হয় যে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা মার্কিনীদের কাছে খুবই গুরুত্বপুর্ণ ইস্যু এবং তারা এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, ইরান প্রতি বছর ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। তবে মার্কিনরা তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এর মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে তারা প্রচণ্ড চাপ অনুভব করছে। তবে ইরান সম্প্রতি কি ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেন নি তিনি।
গত ১ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করেন যে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবকে লঙ্ঘন করেছে। তবে তেহরান পম্পেও'র এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, কেবল নিজেদের সুরক্ষা দিতেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান।