Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩৫ বছর ধরে ভোট দেন না যে ইউনিয়নের নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM

bdmorning Image Preview


পীরের ফতোয়ায় প্রায় ৩৫ বছর ধরে ভোট দিতে যান না চাঁদপুর জেলার রুপসা ইউনিয়নের নারীরা। জৈনপুরী পীরসাহেবের দেয়া ফতোয়া মেনেই ইউনিয়নের গ্রামগুলোর নারীরা ভোট দিতে যান না বলে জানিয়েছেন গ্রামবাসী।

ইউনিয়নের কয়েকজন নারীর থেকে জানা গেছে, তাদের গুরুজনদেরকেও তারা ভোট দিতে যেতে দেখেন নি। তাই তারা এ বিষয়ে তেমন একটা আগ্রহী নন।

অবশ্য কেউ কেউ বলছেন, আগের মতো আর নেই। কিছু নারী ভোট দিয়েছেন । এখন নারীরা নির্বাচনে প্রার্থীও হচ্ছেন এখানে।

রুপসা ইউনিয়নের মোট ১৬ হাজার ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। এ ইউনিয়নে রয়েছে ৯টি প্রাইমারি ও ৪টি মাধ্যমিক বিদ্যালয় আছে। দুটি ডিগ্রি কলেজও রয়েছে এখানে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ইউনিয়নের নারীদের ভোটমুখী করতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার।

রুপসা ইউনিয়নে রয়েছেন কয়েকজন নারী মেম্বারও। তাহলে তারা কাদের ভোটে নির্বাচিত হয়েছেন সে প্রশ্নে একজন নারী ইউনিয়ন পরিষদ মেম্বার জানান, আমরা নির্বাচিত হয়েছি সব পুরুষ ভোটারদের ভোটে। কোনো মহিলা আমাদের ভোট দিতে কেন্দ্রে আসে নি।

এ বিষয়ে সদ্য ভোটার হওয়া তরুণীরা বলেন, ভোট দিতে পারব না মনে হয় তবে আমরা ভোট দিতে চাই।

ইউনিয়নের পুরুষদের কেউ কেউ বলছেন, পীরের আদেশ অমান্য করলে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ভয়ে আমরা আমাদের পরিবারের নারীদের ভোট কেন্দ্রে পাঠাইনা।

কোনো নারী ভোট দিতে চাইলে তাকে কোনো প্রকার বাধা দিচ্ছেননা বলে জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হেলালুদ্দিন বলেন, বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। যদি এই ইউনিয়নে এমনটা হয়েই থাকে তো আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে বলব। যাতে এই ইউনিয়নের নারীরা নির্বাচনে নিজেদের মতামত জানাতে ভোট দিতে আসতে পারেন।

Bootstrap Image Preview