Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টসেও ওবামাকে পেছনে ফেলার চেষ্টা করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview


আমেরিকার সশস্ত্র বাহিনীর ১১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে কোন দল আগে খেলা শুরু করবে তা নির্ধারণ করার জন্য ম্যাচ রেফারি প্রেসিডেন্ট ট্রাম্পকে টস করার দায়িত্ব দেন। টস করতে গিয়ে গণমাধ্যমের সংবাদ শিরোনামে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টস করার জন্য প্রচলিত রীতির বাইরে গিয়ে কয়েন নিক্ষেপ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, ট্রাম্প যেভাবে কয়েন নিক্ষেপ করেছেন তাতে বোঝা যায় তিনি।

সমালোচকরা বলছেন, ট্রাম্প হয়তো চেয়েছিলন তার পূর্বসুরি বারাক ওবামার চেয়ে বেশি উচ্চতায় কয়েন নিক্ষেপ করতে।

রেফারি ট্রাম্পের হাতে কয়েন তুলে দেয়ার পর তিনি এটিকে এত উচ্চতায় ছুঁড়ে মারেন যে, এটিই একটি রেকর্ডে পরিণত হয় কারণ এর আগে কেউ কখনো এভাবে কয়েন নিক্ষেপের জন্য এতটা গায়ের জোর প্রয়োগ করেনি। বুড়ো আঙুল প্রয়োগ করে টস করার প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে ট্রাম্প কয়েন নিক্ষেপের জন্য গোটা বাহু ব্যবহার করে বসেন।

Bootstrap Image Preview