Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিনেমায় কাবিলার সংলাপ বলা বন্ধ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


কণ্ঠনালির সমস্যার কারণে আর কোন সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা। তার কণ্ঠে আর কখনো শোনা যাবে না বরিশালের আঞ্চলিক ভাষায় মজার সংলাপ।

ক্যারিয়ারের শুরুর দিকে ভিলেন হিসেবে পর্দা কাঁপাতে কাবিলা একাই যথেষ্ট ছিলেন। পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন কৌতুক অভিনেতা হিসেবে। শেষ হয়ে গেছে তার সেই সোনালী দিনগুলো। আর কখনো পর্দা কাঁপাবেন না কাবিলা।

দীর্ঘদিন ধরে কণ্ঠনালি সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ মতো খুব বেশি জরুরী না হলে এখন থেকে তিনি আর কথা বলতে পারবেন না। বর্তমানে তিনি আর কোনো সিনেমার ডাবিং করছেন না। এখন তার অভিনীত চরিত্রে কণ্ঠ দিচ্ছেন অন্য কেউ।

‘অন্ধকার’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাবিলা। এছাড়া ‘ভালোবাসা আজকাল’ সিনেমার জন্য ২০১৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন।

 

Bootstrap Image Preview