বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন কামনা করে সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা। সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা।
বিবৃতিতে ইউরোপীয় কূটনীতিকরা সাধারণ নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশের সব কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছে, তাকেও স্বাগত জানান তারা।
গণতান্ত্রিক দায়িত্মবোধের প্রতি অবিচল থেকে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ইউরোপীয় কূটনীতিকরা। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের শাসনে অনুগত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গণমাধ্যম ও সুশীল সমাজকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা গভীরভাবে পর্যবেক্ষণে রাখারও আহ্বান জানান তারা।
বিবৃতিতে তারা আরও বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশের সব নাগরিকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।