Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে ভোটের উত্তাপে পরিবেশ যেন উত্তপ্ত না হয় : সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উত্তাপ যেন উত্তপ্ত না হয় সবাইকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

নুরুল হুদা বলেন, ‘নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুধু মাথায় রাখতে হবে, এই উত্তাপ পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তাপে নির্বাচনের পরিবেশের উত্তপ্ত হয়ে যাতে নির্বাচন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে সেটা আপনাদের দেখার বিষয়। ’

সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নিজের ব্যক্তিস্বত্তা ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আইন কেবল বইয়ে থাকলে হবে না, তা প্রয়োগও করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে নির্বাচনে সহিংসতার কোনো পরিবেশ তৈরি না হয়।

নির্বাচনে এখনও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, আর ঘটবেও না বলে দাবি করেন নুরুল হুদা। এ সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানান সিইসি।

Bootstrap Image Preview