Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গলের সর্বত্র এখন তীব্র শীত। শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তাপমাত্রা অনেক নেমে এসেছে। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির নীচে নেমে আসারও রেকর্ড রয়েছে। 

সোমবার (১০ ডিসেম্বর) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা আবহাওয়া অধিদফতরের সিনিয়র অবজারভার মো.হারুনুর রশীদ বিডিমর্নিংকে সর্বনিম্ন তাপমাত্রার এ তথ্য জানিয়ে বলেন, তাপমাত্রা আরো নামবে। পড়বে হাঁড় কাপানো শীত।

ঢাকা আবহাওয়া অধিদফতরের প্রফেশনাল এসিস্ট্যান্ট মো. হাফিজুর রহমান জানান, চলতি শীত মৌসুমে ৯.৩ ডিগ্রিই দেশের রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটো বিডিমর্নিংকে জানান, ঠান্ডার কারণে  শিশু ও বয়স্করা হাঁপানিসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, শীত বাড়ার সাথে সাথে হাঁপানির প্রকোপ আরো বাড়বে। এছাড়াও সর্দি, কাশিতে অনেকেই আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview