জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য দু এক দিনের মধ্যে ঢাকার ছাড়ছেন।
তার অসুস্থতার সবশেষ কাগজপত্র এরইমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার।
রবিবার এ তথ্য জানান তিনি।
খালেদ আখতার বলেন, দলের চেয়ারম্যানের সুষ্ঠু চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে যাওয়ার নির্দেশনা পাঠিয়েছেন চিকিৎসকরা। সে মোতাবেক কাল বা পরশুর মধ্যে তিনি সিঙ্গাপুরে যাবেন।
এসময় তিনি আরো বলেন, এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ। নির্বাচনের প্রস্তুতির জন্য যেতে আগ্রহী হননি। এখন যেহেতু প্রস্তুতি প্রায় সম্পন্ন, তাই যেতে বাধা নেই।
এর আগে বর্তমান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন স্যার এখন সুস্থ আছেন। তবে ১০ তারিখের পর যেকোনো সময় বিদেশে যেতে পারেন। এর ধারাবাহিকতায় সোম অথবা মঙ্গলবার সিঙ্গাপুর যেতে পারেন।