Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় নির্বাচন: বিদেশি পর্যটকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানে বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে বান্দরবানের জেলা প্রশাসন।

রবিবার বিকেলে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম।

তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ডিউটিতে থাকায় বিদেশিদের বাড়তি নিরাপত্তা দেয়া সম্ভব হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত টানা ১৭ দিন একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদেশি নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও, রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview