Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনে মেয়ের জন্য দোয়া চাইলেন শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষ করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাবার আগে দোয়া নিয়ে যাই। আজ কিন্তু আমার মেয়ে সায়মা হোসেনের জন্মদিন। আমি আপনাদের কাছে সায়মার জন্য দোয়া চাচ্ছি।

রবিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে পুতুলের জন্য এ দোয়া চান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মোট পাঁচজন নারীকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। এবার যারা রোকেয়া পদকে ভূষিত হয়েছেন তারা হলেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনন্নেসা তালুকদার, প্রফেসর জোগরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর) ও রোকেয়া বেগম। পদকপ্রাপ্তদের প্রত্যেকের হাতে ২৫ গ্রাম ওজনের স্বর্ণের পদক, একটি সার্টিফিকেট ও দুই লাখ করে টাকা তুলে দেয়া হয়।

পদকপ্রাপ্ত জিন্নাতুনন্নেসা তালুকদার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি তার পদককে বাংলাদেশের নারী সমাজকে উৎসর্গ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি।

Bootstrap Image Preview