Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ছাদুরার পুলে নৈশ কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহন নামের একটি নৈশ কোচ জলঢাকা উপজেলার মীরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় নীলফামারী থেকে কিশোরীগঞ্জ আসার পথে জেলার সদর উপজেলার চড়াইখোলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুল মতিন মোটরসাইকেলে আসার সময় পুটিমারী ইউনিয়নের সাদুরার পুল নামক স্থানে পৌঁছালে মায়ের দোয়া কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এতে মোটর সাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হয়।

কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কোচটি আটক করা সম্ভব হয়নি। তবে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Bootstrap Image Preview