Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিগারেটের ভাগ নিয়ে সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার সদর উপজেলায় সিগারেট ভাগ করে খাওয়া নিয়ে মধ্যে সংঘর্ষে মোগনু মিয়া নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিগারেটের ভাগ নিয়ে সুমন মিয়া ও সেফু মিয়ার সঙ্গে মোগনু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি  গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। এ সময়  সুমন ও সেফু গাছের ডাল দিয়ে  মোগনুকে বেধড়ক পেটায়।

এরপর, অচেতন অবস্থায় মোগনুকে নিয়ে আসা হয় মৌলভীবাজার সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোগনুর মৃত্যু সম্পর্কে মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা পলাশ রায় বলেন, অচেতন মোগনুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমেদ বলেন, পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই হত্যার পেছনে সুমন ও সেফুর সংশ্লিষ্টতা পেয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview