Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তাল ফ্রান্সকে শান্ত করতে ৯০ হাজার সৈন্য রাস্তায়!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


'ইয়েলো ভেস্ট' বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ফ্রান্সে ১০০ জনের মত আহত হয়েছে। বিক্ষোভকারীদের হটাতে দেশটি কমপক্ষে ৯০ হাজার সৈন্য রাস্তায় নামিয়েছে। বন্ধ ঘোষণা করেছে স্কুল, কলেজ, দোকান-পাট ও বিভিন্ন অফিস আদালত। দেশটির নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে অন্তত ১ হাজার জন বিক্ষোভকারীকে আটক করেছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বিক্ষোভকারীদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

পুরো ফ্রান্স জুড়ে অন্তত ৩১ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়। এর মধ্যে প্যারিসের রাস্তায় ৮ হাজারের মত।

পুলিশ জানায়, বিক্ষোভকারীদের কাছ থেকে হাতুড়ি, বেসবল ব্যাট ও ধাতুর পেট্যাংক পাওয়া গেছে। এছাড়া পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়েছে বলে অভিযোগ নিরাপত্তা বাহিনীর।

জ্বালানির কর বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ১৭ নভেম্বর থেকে চলছে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলন। এই আন্দোলন ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়। বর্তমানে এ আন্দোলন জোরালো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে।ফলে সহিংস রূপ ধারণ করে। তথ্য সূত্র: বিবিসি/রয়টার্স/আল-জাজিরা।

Bootstrap Image Preview