Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক সন্ত্রাসবাদ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:২৯ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার তেহরানে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন তৎপরতার অভিপ্রায় খুবই পরিষ্কার।

‌‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৫ সালের বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়, তখনই তার পরিষ্কার হয়ে গেছে,’ বললেন ইরান প্রেসিডেন্ট।

সম্মেলনে ইরান, চীন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের শীর্ষ আইন প্রণয়নকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুহানি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে অন্যায় ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের দৃষ্টান্ত তৈরি করেছে।

ইরানে বিনিয়োগ প্রতিরোধ করতে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আতঙ্ক তৈরি করছে ট্রাম্প প্রশাসন বলে অভিযোগ করেন রুহানি।

চলতি বছরের মে মাসে ছয় বিশ্ব শক্তির সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। এতে ইরানের প্রতি নিষেধাজ্ঞা আরোপের পথ উন্মুক্ত হয়ে গেছে। গত আগস্ট ও নভেম্বরে দুই ধাপে এ নিষেধাজ্ঞা পুর্নবহাল করা হয়েছে।

Bootstrap Image Preview