সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামার মারপিটে ভাগ্নে নিহত হয়েছেন। নিহত ভাগ্নের নাম কাউছার হোসেন (২৩)। সে উপজেলার পুর্বকোদালিয়া গ্রামের আন্তজ আলীর ছেলে ও স্থানীয় পশু চিকিৎসক।
গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
এবিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও নিহতের চাচা জয়নাল আবেদীন জানান, কাউছারের বাবার সাথে নিকটাত্মীয় স্থানীয় মহিলা ইউপি সদস্য শিরিন সুলতানার সাথে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে কথাকাটির এক পর্যায়ে শিরিনের লোকজন কাউছার ও তার ভাই মিল্টনসহ তিনজনকে মারপিট করে। গুরুত্বর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোররাতে কাউছার মারা যায়। ঘটনার পরই পুলিশ মহিলা ইউপি সদস্য শিরিনকে আটক করেছে।
এ ঘটনায় নিহতের মা আয়েতুন নেছো বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।