Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:১৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:১৮ PM

bdmorning Image Preview


ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এছাড়া এ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে বলেও আমি আশাবাদী।

আজ শনিবার (০৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সিক্স সিজন্স হোটেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ-চীন সম্পর্ক: ভবিষ্যতের স্বরূপ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে কসমস ফাউন্ডেশন। কসমস সংলাপের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝ্যাং জুয়ো।

এ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

এসময় বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীন কোনো পর্যবেক্ষক পাঠাবে কি-না জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে বলে আমি প্রত্যাশা করি।

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, চীন সবাইকে নিয়ে উন্নয়ন করতে আগ্রহী। সে কারণেই এই বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুরের ইন্সটিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো।

এতে বক্তব্য রাখেন- কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview